‘ডা. দিদারুল হক মাইজভাণ্ডারী অনুপ্রেরণার অনন্ত উৎস’


প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (র.) জীবন ও কর্ম পরবর্তী প্রজন্মের জন্য এক প্রেমময় অনুপ্রেরণার অনন্ত উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।

শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কেন্দ্রে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এই স্মরণসভার আয়োজন করে।

বক্তারা বলেন, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ছিলেন একাধারে মানবদরদী চিকিৎসক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবক ও যুগচিন্তক। সর্বোপরি তিনি ছিলেন মাইজভাণ্ডারী সুফি দর্শনের প্রকৃত ও পরিশুদ্ধ স্বরূপের একনিষ্ঠ প্রচারক। তার বহুমুখী কর্মময় জীবন ও আত্মত্যাগ সমাজের জন্য অনুকরণীয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মনজুর আলম, লায়ন্স ক্লাব বাংলাদেশের সাবেক গভর্নর বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সেনা কল্যাণ সংস্থার সিইও মশি উদ দুজা, বিএসআরএম-এর সিইও হাসান জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম লাইটারেজ জাহাজ মালিক সমিতির সভাপতি হাজী শফিক আহমেদ, চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মেজবাউল আলম, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, ন্যাশনাল হাসপাতালের এমডি ডা. আবু নাসের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল আজিম আজাদ।

আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আঞ্জুমানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সচিব নুরুল আলম চৌধুরী।

স্মরণসভায় দরবারের আওলাদ ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, সৈয়দ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, ডা. সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মোহামম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ মোহতাসিম বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী।

ওলামায়ে কেরামগণের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদীন জুবায়ের, ইব্রাহীম কাদেরী, অধ্যক্ষ এস এম ফরিদ, ফরিদুল আলম রিজভী, ছাদেকুর রহমান হাশেমী, আবুল ফারাহ আল কাদেরী, মঈনুদ্দীন নূরী কুরাইশী ও মাওলানা সাইফুল ইসলাম বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ সৈয়দ গোলাম মওলা, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মাসুম কামাল আজহারী, সৈয়দ কুতুব উদীন রাসেল, সৈয়দ মীর জসীম উদ্দীন, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, সৈয়দ নুরুল হুদা আমিরী, সৈয়দ মনছুর উল্লাহ সুলতানপুরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ আছরার আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, সৈয়দ আরমান ফরহাদাবাদী, সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ ফয়সাল ফরহাদাবাদী ও সৈয়দ নিজামুল করিম ইয়াকুবী।

এছাড়া চরণদ্বীপ দরবার, আহলা দরবার, ফরহাদাবাদ দরবার, আমির ভাণ্ডার, দরবারে গাউছে হাওলা, সাতগাছিয়া দরবার, হাফেজনগর দরবার, মির্জাপুর দরবার, কাঞ্চনপুর দরবার, দরবারে আজিজিয়া, রাহে ভাণ্ডার, রাহাতিয়া দরবার, দরবারে কামালিয়া, ধলই আমিন ভাণ্ডার, ধলই জিন্নাত আলী দরবার, আজিমনগর দরবার, আব্দুল জলীল বালু শাহ দরবার, কাঞ্চননগর দরবারে রহমানিয়া ও ইয়াকুব ভাণ্ডারসহ বিভিন্ন দরবারের আওলাদবৃন্দ এবং মাওলানা নূর মোহামাদ কাদেরী, হাফেজ আনিসুজ্জামান, শিব্বির আহমেদ ওসমানী, শাহেদুর রহমান হাশেমী, সৈয়দ মুহামাদ জিন্নুরাইন, ফখরুদ্দীন চাঁদপুরী, নূর মোহাম্মদ রানা ও মাইজভাণ্ডারী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. দিদারুল হক মাইজভাণ্ডারীর স্মৃতিচারণমূলক লেখা সম্বলিত একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় এবং তার জীবন ও কর্ম সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সবশেষে সজীবুল আলমের পরিচালনায় মিলাদ এবং মাওলানা অছিয় রহমান আল কাদেরীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।