
‘মাদার অফ ডেমোক্রেসি’ খ্যাত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু সুস্থতা কামনায় নরসিংদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংদী শহর জাতীয়তাবাদী মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড শাখা এই মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া ও সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া মাহফিলে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত এবং ছাত্রনেতা শাহেদ ও শশীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
