
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতির বাবা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশ শরফ সড়কের চৌধুরী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালির বাপের পাড়ার মৃত আলী আহমদের ছেলে। তার ছেলে শফিকুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা নুরুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে মনে করেছিলাম বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বড় সোয়েটার পরা ছিল, তাই গুলির চিহ্ন চোখে পড়েনি। হাসপাতালে নেওয়ার পরই পিঠে গুলি দেখি।’
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসাইন জানান, নুরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
