
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পৌরসদরের খেলোয়াড় সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তারা মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল মালেক সবাইকে মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল, সমাজসেবক জসিম উদ্দিন বাবুল ও শিক্ষক নুরুল আবছার।
এ সময় উপস্থিত ছিলেন ইয়াছিন সেলিম, আবদুল মান্নান দৌলত, সাংবাদিক মো. হোসেন, মো. আলাউদ্দীন, মো. পারভেজ, কে এম ইউসুফ, ফারুক মিয়া, মো. ওসমান, মো. আলী আকবর, মো. আবুল কালাম, মো. মামুন, মাসুদ জিনানী, মো. মফিজ ও মো. মহিবুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে কলেজ রোড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাটহাজারী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
