
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় তারা এ কথা বলেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজি ফাহাদ বিন মাহমুদ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল করিম।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, সহ-সভাপতি অ্যাডভোকেট নওশাদ আলী, সহ-সভাপতি প্রকৌশলী মামুন উদ্দিন, আয়কর আইনজীবী কুতুব উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার এবং প্রজন্ম লোহাগাড়ার সেক্রেটারি শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, মাস্টার মোকতারুল আলম, চুনতি ইউপি সদস্য এনতেজার হোসেন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সরকার এবং প্রতিটি সচেতন মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব না।
অনুষ্ঠান শেষে উপজেলা সদরের রশিদার পাড়ার বাসিন্দা মরহুম ওহাজারির ছেলে ও ক্যান্সার আক্রান্ত রোগী আজিজুল হককে (৬৫) বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
