ঢাকা : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গোলাগুলির দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। শুক্রবার রাত ১০টার দিকে সংগঠনটি তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করেছে। এতে বলা হয়, বাংলাদেশে গুলশানে আমাদের অভিযান শুরু হয়েছে। কয়েকজন বিদেশী কূটনীতিককে জিম্মি করেছি আমরা।
এর আগে রাত ৯ টার দিকে গুলশানের স্প্যানিস রেস্টুরেন্ট আর্টিজানে ৮-১০ জনের একটি গ্রুপ আল্লাহ আকবর বলে হামলা শুরু করে। তারা ঢুকেই রেস্টুরেন্টটির সমস্ত লাইট অফ করে দেয়। তাদের গ্রেনেড চার্জ এবং গোলাগুলির ঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম নিহত এবং অন্তত ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।এখনো সেখানে বিদেশি নাগরিকসহ অন্তত ৩০ জন জিম্মি থাকার কথা বলা হচ্ছে।
এদিকে, ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটও। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার দিনগত রাত ১ টা ৩০ মিনিটে, হামলার ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর এই খবর জানায়। তারা মধ্যম পূর্ব সন্ত্রাসী সংগঠন এর আমাক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে এই টুইট করেছে।