সাতকানিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, কাউকে না পেয়ে বালু নিলামে বিক্রি


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে উত্তোলিত সাড়ে ১১ হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা এসব বালু স্পট নিলামে ১ লাখ ২৪ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের বহনামুড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহনামুড়া এলাকার দুটি স্পটে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত বালু উপস্থিত ব্যক্তিদের অংশগ্রহণে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতাকে বুঝিয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলন পরিবেশ, প্রকৃতি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”