
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ‘জুলাই যোদ্ধা’ শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ কর্মসূচি পালন করে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।
মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জেলা সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, “জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধার ওপর এই নৃশংস হামলা রাজনৈতিক সহনশীলতার ঘাটতির স্পষ্ট উদাহরণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।”
ঘটনাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে জেলা দক্ষিণের সাবেক সভাপতি আয়ুব আলী বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে।”
মিছিলে জেলা সেক্রেটারি ডি এম আসহাব উদ্দিনসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
