
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তৈলারদ্বীপ সরকার হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
আটককৃতরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফফা পাহাড় এলাকার মো. কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) এবং বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন, তারা কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
