
আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এই হতাহতের খবর নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান এবং আটজন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের পাল্টা গুলিবিনিময় ও যুদ্ধ চলছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
সুদান সরকার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির সরকার এই হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’কে (আরএসএফ) দায়ী করেছে।
