সড়ক সম্প্রসারণ ও বিচার দাবিতে হাটহাজারীতে অবরোধ


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক সম্প্রসারণ ও ডিভাইডার স্থাপনের দাবিতে এবং সড়ক দুর্ঘটনায় দুই নেতা নিহতের বিচার চেয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজারে চারিয়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি চারিয়া এলাকায় অবৈধ চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় নিহত হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফের হত্যাকারীর দ্রুত বিচার দাবি করেন। অবিলম্বে হত্যাকারীকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকের হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি সাখায়াত হোসেন শিমুল, বিএনপি নেতা মো. আবু সাইদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা আহাদ, মুবিন মার্সেন্ট, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং স্থানীয় ব্যবসায়ী মো. নজরুল, মহিনউদ্দিন, আমিনুল ইসলাম ও মোহাম্মদ আলী প্রমুখ।

একই দাবিতে এদিন পৌরসভার আব্বাসিয়ারপুল, চারিয়া বুড়িপুকুর পাড় ও সরকারহাট বাজার এলাকায় মহাসড়কের পাশে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।