‘বমি আসছে’ বলে গাড়ি থামিয়ে ১০ লাখ টাকা ছিনতাই


চট্টগ্রাম নগরীতে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি ঠেকিয়ে নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা ‘বমি আসছে’ বলে নির্জন জায়গায় অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরীর বহদ্দারহাট এলাকায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।

ভুক্তভোগী আনিছুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার জন্য তিনি বহদ্দারহাট মোড়ে অপেক্ষা করছিলেন। বাসে ভিড় থাকায় তিনি উঠতে পারেননি। এ সময় চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়গামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় আগে থেকেই পেছনে দুজন এবং চালকের পাশে একজন যাত্রী ছিলেন। আনিছুল পেছনের আসনে বসেন।

তিনি আরও জানান, গাড়িটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্স এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। চালক তখন কৌশলে কিছুটা নির্জন এলাকায় গাড়ি থামান। ওই যাত্রী নামার জন্য আনিছুলও অটোরিকশা থেকে নামেন। ঠিক তখনই আনিছুলের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, “বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”