এক হাদিকে থামানো গেলেও আদর্শকে থামানো যাবে না: শাহজাহান চৌধুরী


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, শরিফুজ্জামান হাদি ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তাকে গুলি করে হত্যার চেষ্টার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা দেশে ভীতিকর ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তবে একজন হাদিকে থামানো গেলেও তার আদর্শকে থামানো যাবে না।

রোববার (১৫ ডিসেম্বর) সাতকানিয়ার একটি কমিউনিটি হলে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য পরিষদ’ সাতকানিয়া উপজেলার উদ্যোগে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “হাদির আদর্শকে সামনে রেখে আজ লক্ষ লক্ষ হাদী তৈরি হয়ে উঠেছে। একজন হাদি জীবিত থাকতে বাংলাদেশকে কখনোই ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, হাদিকে গুলি করে হত্যার চেষ্টা শুধু ব্যক্তির ওপর হামলা নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস ও সহ-সভাপতি দিদারুল ইসলাম।

বক্তারা দেশপ্রেমিক কণ্ঠস্বর দমনে সন্ত্রাসী পন্থার তীব্র নিন্দা জানান এবং শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।