বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি হলেন পটিয়ার আবুল বশর


বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার প্রবাসী ব্যবসায়ী আবুল বশর। তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে আবুধাবিতে ব্যবসা পরিচালনা করে আসছেন।

আবুল বশরের এই অর্জনের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এবার এই ক্যাটাগরিতে আবুল বশরসহ সারা দেশের ৭৫ জন প্রবাসীকে এই সম্মানজনক সনদ দেওয়া হচ্ছে।

আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে সিআইপি সনদ তুলে দেবেন।

আবুল বশর পটিয়া পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা।

সিআইপি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল বশর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ সময় প্রবাসে থেকে দেশের বৈদেশিক রিজার্ভ সমৃদ্ধির জন্য অবদান রেখেছি। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ হয়েছে। দেশের জন্য যতটুকু পারি নিজেকে উজাড় করে দেওয়ার স্বপ্ন রয়েছে।