ঢাকা : ভারতের এনডিটিভি গুলশানের জিম্মি ও গোলাগুলির ঘটনায় ২ জন কূটনীতিক নিহত হবার খবর দিয়েছে। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়ায় কূটনীতিক নিহতের খবর আসেনি ।
রাত ১১ টা ২০ মিনিটে এনডিটিভিতে ‘টু ডিপ্লোমেট কিলড, ঢাকা রেস্টুরেন্ট’ শিরোনামে জাস্ট ইন চালানোর পাশাপাশি জাহিদ হোসেন নামে ঢাকার এক রিপোর্টারের ফোনো প্রচার করা হয়। এছাড়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরাত দিয়ে ৬-৭ জন আহত হয়েছে বলেও জানানো হয় ওই টিভির খবরে।
এর আগে বিডিয়ার হত্যাকাণ্ডের সময়ও এনডিটিভি প্রথমেই সেনা অফিসার নিহতের খবর দেয়।
এদিকে ভারতীয় টিভিতে দুজন কুটনীতিক নিহতের খবরে ফেসবুকে অনেকে প্রশ্ন তুলেছেন। বলছেন, যেখানে বাংলাদেশ জানে না, সেখানে ভারতীয়রা কীভাবে দুইজন ডিপ্লোম্যাট হত্যার খবর জানলো।