ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ নির্বাচনের বিকল্প নেই: শাহজাহান চৌধুরী


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী নিছক কোনো রাজনৈতিক দল নয়; প্রতিষ্ঠালগ্ন থেকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “আমাদের ওপর শত নির্যাতন-নিপীড়ন চালিয়ে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। তবুও জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।”

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষিত তফসিল প্রসঙ্গে তিনি বলেন, “এই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা বাংলাদেশে ইনসাফভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মো. আইয়ুব আলী।

সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়ার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ ও কেরানীহাট শাখার সহ-সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান নাসির।

বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।