পটিয়ায় নিষিদ্ধ আ.লীগের তৎপরতা: পুলিশের দাবি ‘কয়েক সেকেন্ড’, ছাত্রদের ক্ষোভ


চট্টগ্রামের পটিয়ায় ‘নিষিদ্ধ সংগঠন’ আওয়ামী লীগের ব্যানারে মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার গৈড়লার টেক এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গৈড়লার টেক স্মৃতিস্তম্ভে পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ১০-১২ জন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা পুষ্পমাল্য অর্পণ করেন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে কয়েক মিনিট স্লোগান দেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এমন প্রকাশ্যে কর্মসূচি পালন নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, “যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের ওপর হামলা করেছিল, তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। ‘খুনিদের সংগঠন’ হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত।”

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “তারা কয়েক সেকেন্ডের জন্য এসে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে চলে গেছে বলে শুনেছি। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে কেউ অংশ নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”