পটিয়ায় বিজয় দিবসে শিবিরের ‘সাইকেল ম্যারাথন’


মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ‘বিজয় সাইকেল ম্যারাথন’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার সকালে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই ম্যারাথনে পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা আয়োজিত এই ম্যারাথনটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কর্ণফুলীর মইজ্জেরটেক এলাকায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। জাতীয় পতাকা ও নির্দিষ্ট টি-শার্ট পরিহিত অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে এতে অংশ নেন।

ম্যারাথন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুর রহিম বলেন, এই আয়োজন সুস্থতা, ঐক্য ও আদর্শিক সংগ্রামের প্রতীক। অন্যায়-অবিচার ও হতাশার বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ার প্রত্যয়ে শিবিরের এই পথচলা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।

এ সময় পটিয়া উপজেলা শিবির সভাপতি মাহবুব উল্লাহ, আনোয়ারা উপজেলা সভাপতি আলী হোসেন, কর্ণফুলী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম মুকুল এবং পটিয়া পশ্চিম শিবির সভাপতি জিহানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শরীর ও মনকে শাণিত করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সাইকেল ম্যারাথনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ছিল রেজিস্ট্রেশন ফ্রি সুবিধা, উপহার হিসেবে টি-শার্ট ও জাতীয় পতাকা।