
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল বিজয় মিছিল ও শোডাউন করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী এনামুল হক এনাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পটিয়া কলেজ গেইট এলাকার দলীয় কার্যালয় থেকে এনামুল হকের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক এনাম বলেন, বিজয় দিবস আমাদের অহংকার। স্বাধীনতা সংগ্রামে রক্তদানের মধ্য দিয়ে আমরা এ ভূখণ্ড পেয়েছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সর্বদা নেতৃত্ব দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল বশর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, ইসমাইল হোসেন ও হাজী আবুল বশর।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম।
মহিলা দল ও ওলামা দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদ ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মাওলানা ইব্রাহিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন ও শাহাদাত হোসেন। এছাড়াও উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
