পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘ফটিকছড়ি প্রতিদিন’র যাত্রা শুরু


মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নতুন সংবাদমাধ্যম ‘ফটিকছড়ি প্রতিদিন’। ‘খবর এখানেই…’ স্লোগান নিয়ে সাদাকে সাদা হিসেবেই পাঠকের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংবাদমাধ্যমটির উদ্যোক্তারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে (কলেজ মার্কেট) আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পোর্টালটির শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক মো. আবুল বশর।

কোনো সংবাদকে ‘রঞ্জিত’ না করে অবিকল সত্য তুলে ধরার শপথ নিয়ে ফটিকছড়ি প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক প্রদীপ চৌধুরী বলেন, “আমরা ভালো কাজের সংকল্প নিয়ে এগিয়ে যেতে চাই। সবার মনে ইতিবাচক এক উপজেলার সরল রেখার ছবি এঁকে দিতে চাই। সব শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই ফটিকছড়ি প্রতিদিনকে।”

সম্পাদক এস এম আক্কাছ বলেন, “প্রযুক্তির অবারিত এই সময়ে আমরা সবার সহযাত্রী হতে চাই। সবাইকে আন্দোলিত করে মানবিক এক বিবেক জাগ্রত করাই আমাদের লক্ষ্য। এই যাত্রায় সবার সহযোগিতা কামনা করছি।”

প্রকাশক সোলাইমান আকাশ বলেন, “ভালো দৃষ্টান্তই ভালো কাজে উদ্বুদ্ধ করে। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করে নিজেদের পেশাদারিত্বকে শাণিত করতে চাই। এই অগ্রযাত্রায় ভালোবাসার উদ্দীপনা হোক ফটিকছড়ি প্রতিদিন।”

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নেতা আহমদ আলী চৌধুরী বলেন, “একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমরা আশা করি, ফটিকছড়ি প্রতিদিন সত্যের পথে অবিচল থেকে উপজেলার সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে।”

জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস সাত্তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “উপজেলার নানা সমস্যা, সুখ-দুঃখ, মাটি ও মানুষের কথা বলুক ফটিকছড়ি প্রতিদিন। অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার কথা উঠে আসুক তাদের লেখনীতে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এবং সংবাদমাধ্যমটির সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুন্দরে সাজানোর অঙ্গীকার নিয়ে ফটিকছড়ি প্রতিদিন উপজেলার সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করবে।