
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৪৬ কেজি ওজনের একটি মৃত ডলফিন (শুশুক) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে জোয়ারের পানিতে মদুনাঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানালে হালদা নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলমগীর ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টার দিকে ডলফিনটি উদ্ধার করেন।
উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফুট। এর ওজন প্রায় ৪৬ কেজি এবং বয়স আনুমানিক ১৩ থেকে ১৬ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে, যার ফলে শরীরে পচন ধরেছে। এটির মাথার পাশে এবং পেটের দিকে সামান্য ক্ষতের চিহ্ন পাওয়া গেলেও শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালদা নদীর মারাত্মক দূষণ, নদীতে ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ এবং অবৈধ জালের ব্যবহারের কারণে ডলফিন বা শুশুকের মৃত্যুর হার বাড়ছে। এটি হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি।
