সূর্যাস্তের পরও মহাসড়কে উড়ল জাতীয় পতাকা, হাটহাজারীতে ক্ষোভ


মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীতে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই জাতীয় পতাকা নামিয়ে ফেলার বিধান থাকলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যাস্তের পরও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ওপর উড়তে দেখা গেছে অন্তত অর্ধশত পতাকা।

এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে ব্যাপক সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে ‘সময়’ নামের একটি অনিবন্ধিত সংগঠন উপজেলার মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি চার লেন মহাসড়কের বিভাজকে (ডিভাইডার) এসব পতাকা উত্তোলন করে। কিন্তু সূর্যাস্ত পার হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা বাজলেও পতাকাগুলো নামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্ধকারের মধ্যেও মহাসড়কে পতাকাগুলো উড়তে দেখা যায়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। সূর্যাস্তের পর পর্যন্ত জাতীয় পতাকা না নামানো মানে হলো জাতীয় পতাকার প্রতি অবমাননা। আর জাতীয় পতাকাকে অবমাননা করা মানে প্রকারান্তরে মুক্তিযোদ্ধাদেরই অস্বীকার করা।”

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে নামাতে বলা হয়েছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।