
চট্টগ্রামের হাটহাজারীতে মহান বিজয় দিবসে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে পতাকাগুলো নামিয়ে ফেলা হয়। একইসঙ্গে নিয়ম না মেনে পতাকা ওড়ানোর দায়ে সংশ্লিষ্ট সংগঠনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একুশে পত্রিকায় “সূর্যাস্তের পরও মহাসড়কে উড়ল জাতীয় পতাকা, হাটহাজারীতে ক্ষোভ” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তার উপস্থিতিতে জাতীয় পতাকাগুলো নামিয়ে ফেলা হয়।
ইউএনও আরও জানান, ‘সময়’ নামের ওই অনিবন্ধিত সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অজ্ঞতাবশত এমনটি হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে জাতীয় পতাকার বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম-রাঙামাটি চার লেন মহাসড়কের মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় ‘সময়’ নামের সংগঠনটি প্রায় অর্ধশত জাতীয় পতাকা উত্তোলন করেছিল। কিন্তু সূর্যাস্তের পরও পতাকাগুলো না নামানোয় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হলে বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে।
