
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মোহাম্মদ নুরুল কবির (৩৪) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল কবির উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে। পরিবারে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাকিল জানান, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় হঠাৎ ছিটকে পড়েন নুরুল কবির। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।”
