চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় পটিয়া জামায়াতের


চট্টগ্রামের পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর এটিই ছিল উপজেলায় দলটির সবচেয়ে বড় শোডাউন, যেখানে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ইন্দ্রপুল থেকে র‍্যালিটি শুরু হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে হাজারো নেতাকর্মী মাথায় লাল-সবুজের টুপি ও ফিতা বেঁধে অংশ নেন এবং বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে পটিয়া পৌর সদরের বাসস্টেশন এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তাদের বিরুদ্ধে নতুন করে আরেকটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। আমরা নতুন কোনো স্বৈরাচারকে জায়গা দেব না। বিজয় দিবসকে সমুন্নত রাখতে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. ফরিদুল আলম। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তখনই অর্থবহ হবে, যখন দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি চিরতরে বন্ধ হবে। তিনি আরও বলেন, ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এটি শুধু স্লোগান নয়, এটি আমাদের অঙ্গীকার।

পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ব্যবসায়ী থানার আমীর শাহজাহান মহিউদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, কালারপোল থানা আমীর মাস্টার নাছির উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দীন, সাবেক উপজেলা আমীর মোজাফফর আহমদ, মাস্টার নাছের আলম শেখ এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন প্রমুখ।