
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মো. শাহাদাত হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেনের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
ডা. শাহাদাতের পক্ষে ফরম সংগ্রহ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন। এ সময় চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দিনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাতে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বুধবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম-১৪ আসনে শুধুমাত্র জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষেই একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্য কোনো দল বা প্রার্থী এখনো ফরম নেননি।”
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাত হোসেনও।
