বিজয় দিবসে জমায়েতের জেরে পটিয়ায় ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেপ্তার


চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় সৌরভ মুখার্জি (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভ ওই এলাকার অলক মুখার্জির ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা গোপনে তৎপরতা চালিয়ে আসছিল। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া গৈড়লার টেক এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তৎপর হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ত্রাস দমন আইনে ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সৌরভ মুখার্জিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।