সৌদিতে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ, আইন মেনে চলার নির্দেশ দূতাবাসের


সৌদি আরবে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কয়েকজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার পর বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংগঠনের ব্যানারে ইসতেরাহা (রেস্ট হাউজ) ও হলরুম ভাড়া করে, এমনকি হোটেল-রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসাবাড়িতে সমবেত হয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব কর্মকান্ডের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।

সৌদি আরবের স্থানীয় আইন অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বা দলবদ্ধ প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

এমতাবস্থায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।