
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি নির্মাণাধীন ভবনের ভেতরে খড়ের গাদার নিচ থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাছির নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে র্যাব-৭-এর একটি নিয়মিত টহল দল পতেঙ্গার ধুমপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বা সন্দেহজনক কার্যক্রমের সূত্র ধরে তারা জানতে পারে যে, ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ মাদক মজুদ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে র্যাবের টিম সেখানে অভিযান চালায়। তল্লাশিকালে ভবনটির ভেতরে থাকা একটি খড়ের গাদার নিচ থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় মাদক কারবারি মো. নাছিরকে।
অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, আটককৃত নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
অভিযানে র্যাব-৭ চট্টগ্রামের ডিএডি কামাল হোসেনসহ আভিযানিক দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
