হাটহাজারীতে মাদ্রাসার নাম ভাঙিয়ে দখল, সওজের জমি পুনরুদ্ধার


চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার নাম ব্যবহার করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে রাতারাতি গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এই অভিযানে প্রায় আধা কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।

প্রশাসন সূত্র জানায়, স্থানীয় একটি ভূমিদস্যু চক্র রুহুল্লাপুর মৌজায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মাদ্রাসার নাম ব্যবহার করে সওজের জমি দখল করে নেয়। সেখানে রাতারাতি অবৈধ দোকানপাট নির্মাণ করা হয়। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন।

অভিযানে সওজের আনুমানিক আড়াই শতক জমি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ, মেখল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ, স্থানীয় ইউপি সদস্য এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।