না ফেরার দেশে শরিফ ওসমান হাদি


দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাতিমা তাসনিম জুমা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রেস সচিব উল্লেখ করেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এদিন হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধাকে দেখতে যান।

পরে রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর তার মৃত্যুর খবর আসে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সঙ্গে তার ভাই এবং বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা ছিলেন। টানা কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এই তরুণ রাজনীতিক।