
সিঙ্গাপুর থেকে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমানের ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
জানাজার সময় পরিবর্তন ও নিরাপত্তা নির্দেশনা এদিকে শহীদ শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরিবর্তে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, যারা জানাজায় অংশ নিতে আসবেন, তারা যেন কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করেন। একইসঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ফিরে দেখা এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর সরকারি উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে সাত দিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যান এই তরুণ নেতা।
তার মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেন, শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
