
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত অভিযানের গোপন তথ্য পাচার করার অপরাধে মো. দিদারুল আলম (৩০) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দিদারুল আলমের বাড়ি ওই এলাকাতেই।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত কয়েক দিন ধরে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হলেও ঘটনাস্থলে কোনো অপরাধী বা ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া যাচ্ছিল না। অথচ সরেজমিনে দেখা যেত, অভিযানের ঠিক আগমুহূর্ত পর্যন্ত সেখানে অবৈধ কার্যক্রম চলেছে। এতে অভিযানের তথ্য আগেভাগেই ফাঁস হচ্ছে বলে প্রশাসনের সন্দেহ জাগে।
সেই সন্দেহের সূত্র ধরে সহকারী কমিশনারের কার্যালয়ের আশপাশে নজরদারি জোরদার করা হয়। এর একপর্যায়ে অভিযানের আগাম তথ্য অপরাধীদের কাছে সরবরাহ করার সময় দিদারুল আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিতভাবে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের কাছে অভিযানের তথ্য পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
তার স্বীকারোক্তি ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম জানান, অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান আরও জোরালো হবে। তথ্য ফাঁসসহ যেকোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
