
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী’ সংগ্রামের অন্যতম নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পৌরসদরের ডাকবাংলো চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, মাওলানা মতিউল্লাহ নুরী, গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়াইব ও আসাদুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “শরিফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।” এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড ও জাগৃতির মোড় ঘুরে কাচারি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রাসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।
