
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীরের প্রয়াত বাবা আহমদ ইসলাম তালুকদারের কবর জিয়ারত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের দলীয় প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ রাজানগর ইউনিয়নে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ আনাস। জিয়ারত শেষে হুমাম কাদের চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আহমদ ইসলাম তালুকদার গত ১৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পরদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওইদিন মরহুমের জানাজায় অংশ নিয়েছিলেন চট্টগ্রাম-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম।
