
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যতদিন বেঁচে আছি, যেন ওসমান হাদির মতোই বেঁচে থাকতে পারি। এই তরুণ যে সাহস দেখিয়েছে, অনেক প্রবীণ রাজনীতিবিদও তা দেখাতে পারেননি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসা মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি হাদির রূহের মাগফিরাত কামনা করেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দোয়া চাইতে। গভীর কষ্টের সঙ্গে শহীদ ওসমান হাদির জন্য আপনাদের দোয়া কামনা করছি। জুলাই–আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেখানে আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। তখন আমার এক প্রিয় ভাই বলেছিলেন—এই আন্দোলনে আল্লাহ কিছু ফেরেশতা পাঠিয়েছিলেন। কষ্টের সঙ্গে বলতে হয়, সেই ফেরেশতাদের একজনকে আল্লাহ আজ তাঁর কাছে ফিরিয়ে নিয়েছেন।
দেশের রাজনীতিতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই তরুণ নেতা বলেন, আমরা যারা রাজনীতির প্রথম কাতারে আছি, সবাই কোনো না কোনোভাবে হুমকির মুখে রয়েছি। তবু যতদিন বেঁচে থাকি, ওসমান হাদির মতো সাহস নিয়ে বাঁচতে চাই।
নেতাকর্মীদের সতর্ক করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, সহিংসতার রাজনীতি থেকে দূরে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের ফাঁদে ফেলার নানা চেষ্টা চলছে। সেই ফাঁদে পা দেওয়া যাবে না। রাঙ্গুনিয়াকে ভাগ করার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।
বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্যও দোয়া চান। হুম্মাম বলেন, আজ আমরা ওসমান হাদির জন্য দোয়া করতে এসেছি। তবে আমি আরেকটি নাম যুক্ত করতে চাই—যিনি গত ১৭ বছর ধরে আমাদের জন্য লড়াই করেছেন, সেই বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জুমার নামাজে তাঁর জন্য দোয়া করবেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং নিজের ও পরিবারের মঙ্গলের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন তিনি। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
