পটিয়ায় থানা ফটকে বিক্ষোভ, পুলিশকে ৫ দফার আলটিমেটাম


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি থানার ফটকে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ প্রশাসনকে ৫ দফা দাবি পেশ করেন আন্দোলনকারীরা।

‘পটিয়া ছাত্র সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চেয়ে এবং হাদি হত্যার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদ এসে ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার সমন্বয়ক তালহা রহমান জানান, হাদি হত্যার বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে।

দাবিগুলো হলো—১. জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হুমকি প্রদানকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে; ২. জুলাই আন্দোলনে হামলাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে; ৩. নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে অনলাইন ও অফলাইন অ্যাক্টিভিটিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে; ৪. নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সদস্যদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে এবং ৫. কোনো পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা কিংবা বেআইনি কাজে জড়িত হলে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদ বলেন, ছাত্ররা কিছু দাবি-দাওয়া নিয়ে মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো তৎপরতা চালাতে না পারে, সেজন্য পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।