হাদি হত্যা: রাঙ্গুনিয়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৯ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া থানা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ ডিসেম্বর ফ্যাসিবাদী শক্তি শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। বক্তারা অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বারবার দেখা যাচ্ছে দেশের অভ্যন্তরে হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা ভারতে আশ্রয় নিচ্ছে। এ পরিস্থিতির অবসান ঘটাতে ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক অবিলম্বে বাতিল করার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওয়াহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।