হাটহাজারীতে সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ


চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেরনগর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতে মোটরসাইকেল, হাইএস ও প্রাইভেটকারযোগে অর্ধশতাধিক ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এ সময় গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারও পুড়িয়ে দেওয়া হয়।

দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চারিয়া এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি ২০ থেকে ৩০টি মোটরসাইকেলকে দ্রুতগতিতে হাটহাজারীর দিকে ফিরে যেতে দেখেছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এর আগে চট্টগ্রাম নগরীতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে, হাদির মৃত্যুর প্রতিবাদেই আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।