
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্দরনগরীতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশে আইভ্যাকের অফিশিয়াল ওয়েবসাইটে রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর চট্টগ্রামে আইভ্যাকের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এর আগে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় গত বুধবার দুপুর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে কেন্দ্র করে ওই সতর্কতা অবলম্বন করা হয়।
তবে পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার ওই কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
