হাটহাজারীতে দমন-পীড়নকারীদের গ্রেপ্তার ও প্রশাসক চেয়ে বিক্ষোভ


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদে প্রশাসক পুনর্বহাল এবং ছাত্র আন্দোলনে দমন-পীড়নকারী হিসেবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নুরুল আবছারসহ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিষদে প্রশাসক নিয়োগ না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারের দোসর ও একাধিক মামলার আসামি নুরুল আবছার পুনরায় অবৈধভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অফিস করার পাঁয়তারা করছেন। তবে স্থানীয় জনতা তা কোনোভাবেই হতে দেবে না বলে সাফ জানিয়ে দেন।

বক্তারা অবিলম্বে ওই ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আবছারসহ সব অপরাধীকে গ্রেপ্তার এবং প্রশাসক পুনর্বহাল করে ইউনিয়নের জনগণের চলমান দুর্ভোগ দূর করার জোর দাবি জানান। অন্যথায় ৭২ ঘণ্টা পর কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ মহসিন, সৈয়দ মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোহাম্মদ সরওয়ার, মোহাম্মদ জহুরুল আলম, সাবেক ইউপি সদস্য কাউরান টিপু, মোহাম্মদ আজম, লায়লা ইয়াসমিন, মোহাম্মদ ওসমান, ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ওয়াহিদুল ইসলাম টিটু, জাহেদুল ইসলাম, আবদুল কাদের শাকিল, মুন্না, সৈয়দ লিটন নাছির, সোলাইমান, মামুন, বাবর, জসিম ও রিপন প্রমুখ।