চট্টগ্রাম-১৩: বিএনপির নিজামের সঙ্গে মনোনয়নপত্র নিলেন বঞ্চিত হেলালও


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং দলীয় মনোনয়নবঞ্চিত দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব ফরম সংগ্রহ করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি, এনসিপি ও ইসলামী ফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছ থেকে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ছেলে সাহওয়াজ জামাল নিজাম।

এদিকে দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী লড়াইয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মাস্টার মোহাম্মদ রফিকসহ দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসনে দলীয় প্রার্থীর বাইরে হেভিওয়েট নেতার মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

এদিন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এনসিপি মনোনীত প্রার্থী জুবাইরুল আলম মানিক ও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এস এম শাহজাহানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফরম বিতরণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছালেহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।