
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এই গণভোট বা ‘রেফারেন্ডাম’ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় প্রচার কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে সোমবার বিকেলে উপজেলার ব্যস্ততম কেরানীহাট এলাকায় গণভোটের লিফলেট বিতরণ ও ব্যানার টাঙানো হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন এবং উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের হাতে নির্বাচন কমিশন অনুমোদিত লিফলেট তুলে দেন কর্মকর্তারা। বিতরণকৃত লিফলেটগুলোতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর আলোকে প্রস্তাবিত সংস্কারের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্রপতির ক্ষমতাসহ জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত মোট ৩০টি বিষয়ে জনগণের মতামত চাওয়ার কথা বলা হয়েছে। লিফলেটে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
প্রচারণাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। জনগণ যাতে সচেতনভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের কাছে যাতে সঠিক তথ্য পৌঁছায়, সেই লক্ষ্যেই এই লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। সোমবার লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষকে আগ্রহ নিয়ে তা পড়তে দেখা যায় এবং অনেকেই উপস্থিত কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সংসদ নির্বাচনের দিনই দেশজুড়ে এই গণভোট অনুষ্ঠিত হবে।
