
বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হওয়ার পর নিজের শৈশবের বিদ্যাপীঠে সংবর্ধিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি আবুল বশর। সোমবার দুপুরে চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সিআইপি আবুল বশর তাঁর সাফল্যের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে একজন সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে ওঠার পেছনে এই বিদ্যালয়ের শিক্ষকরাই ছিলেন মূল প্রেরণা। শিক্ষকরা অভিভাবকের মতো দায়িত্ব পালন করে আমাদের মানুষের মতো মানুষ হওয়ার শক্তি যুগিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম তোহার সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, শাহজাদী বিলকিস আক্তার, নিজাম উদ্দিন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ইউছুফ, মিজানুল হক এবং প্রাক্তন ছাত্র মিশকাত আহমদ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবুল বশর বলেন, শিক্ষকদের দেওয়া শিক্ষা আর লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। প্রবাসে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় সরকার আমাকে সিআইপি মর্যাদা দিয়েছে। সেই সফলতার সূত্র ধরে আজ নিজের বিদ্যালয়ে সংবর্ধিত হতে পেরে আমি গর্বিত। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান।
