
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের কর্মীরা। সোমবার বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক বছর ধরে শিলিগুড়িতে বাংলাদেশের এই ভিসা কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সোমবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জড়ো হন বিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক কর্মী। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। এ সময় তাঁরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাসের হত্যার বিচার ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
এক পর্যায়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে ঢুকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ অফিসটি বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় প্রতিনিধিদলের এক সদস্য ডিইউডিজিটালের কর্মকর্তাকে ফোনে হুমকি দিয়ে বলেন, এই অফিসের তালা যেন আর খোলা না হয়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দিতে বলেন যে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলবে আর এখানে ব্যবসা করা যাবে না। একই সঙ্গে তিনি আজকের মধ্যে বাংলাদেশের ভিসাসংক্রান্ত ব্যানার বা বোর্ড সরিয়ে ফেলার আল্টিমেটাম দেন।
পরে প্রতিনিধিদলের ওই সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, তাঁরা সংগঠনের পক্ষ থেকে বিষয়টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন। বাংলাদেশে তাঁদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার হচ্ছে দাবি করে তিনি বলেন, এখান থেকে যেন কোনো ভারতীয় বা হিন্দু বাংলাদেশে না যায় এবং ব্যবসা না করে, সেটাই তাঁরা চান।
কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ডিইউডিজিটাল সোমবার বেলা তিনটার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষাপটে শিলিগুড়িতে ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।
এদিকে সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
