
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সকাল থেকে রুমান নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর রাতে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পাশে মাটি কাটার গর্তে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পানি জমে ছিল। সেই পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আরমান।
