
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দেওয়ার পর এবার নিজেরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা।
মঙ্গলবার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এই দুই নেতা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু।
এর আগে এই আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে এনামের মনোনয়নের বিরুদ্ধে গাজী শাহজাহান জুয়েল ও সাইফুদ্দীন সালাম মিঠুসহ মোট চারজন নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে মঙ্গলবার তাঁরাও ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি হিসেবে ফরম সংগ্রহ করলেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, এখনো পর্যন্ত দল থেকে চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তাই আমি আশাবাদী দলীয় মনোনয়ন পাব।
তবে দল মনোনয়ন না দিলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয়ভাবে যখন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে, তখন ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করব। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই।
প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বিদ্যুৎ দেব জানান, মঙ্গলবার পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির এনামুল হক এনাম, গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল ও সাইফুদ্দীন সালাম মিঠু ছাড়াও ফরম নিয়েছেন জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকার, ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, ইনসানিয়াত বিপ্লবের আবু তাহের হেলালী এবং স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন হিরু।
