কাতারে গাড়িচাপায় প্রাণ গেল চট্টগ্রামের প্রবাসীর


কাতারে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মো. ইফতেখার রিপন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে দেশটির আল খোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের ভগ্নিপতি মো. সাইফুদ্দিন।

নিহত ইফতেখার রিপন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শরীফপাড়া গ্রামের মৃত আবদুল গফুর শরীফের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, জীবিকার সন্ধানে এক বছর আগে কাতারে গিয়েছিলেন রিপন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল খোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে রিপনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।