নেশাগ্রস্ত হয়ে উৎপাত, হাটহাজারীতে ৬ জনের জেল-জরিমানা


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ছয় ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেপুর ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ফতেপুর ইউনিয়নের মৃত জেবল হোসেনের ছেলে আবুল কাশেম, একই ইউনিয়নের মো. ইব্রাহিমের ছেলে মো. জাহাঙ্গীর, পৌরসভার রঙ্গিপাড়ার আলী আকবরের ছেলে মো. শুক্কুর, মো. হোসেনের ছেলে আরমান হোসেন পলাশ, হাটহাজারীর মো. শামসুর ছেলে মো. ইব্রাহিম এবং ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম মন্দাকিনি এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. বেলাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নম্বর গেট এবং পৌরসভার আব্বাসিয়ার পোল এলাকায় কয়েকজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ছয়জনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, হাটহাজারী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনশান্তি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।