
চট্টগ্রামের রাউজানে ইটবাহী চাঁদের গাড়ির (ইট টানা জিপ) ধাক্কায় মো. জাবেদ আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফকির টিলা এলাকার ইয়াছিন শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী জাবেদ আলম রাউজানের হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের বশরত আলীর বাড়ির প্রবাসী আহমদ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে জাবেদ মোটরসাইকেলে করে উপজেলার আমির হাট বাজারে একটি ওরশ উপলক্ষে দাওয়াতের চিঠি পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইয়াছিন শাহ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী চাঁদের গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জাবেদের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
